রাশিয়ার তীব্র গোলাবর্ষণ ডনবাস শহর ধ্বংসের এক মৃত্যু রাজ্য

0
510

 রাশিয়ার ওপর দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ অর্থনীতিবিদদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার ফাঁদে তারা নিজেরাই পড়েছে।রাশিয়ার যুদ্ধাপরাধ কর্মকাণ্ড দুই দেশের আলোচনার সুযোগ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একইসাথে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেন।ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে সামরিক আক্রমণ শুরু করেছে রাশিয়া সোমবার রুশ সেনারা শহরটিতে একযোগে রকেট হামলা ও গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যত সেনা আক্রমণ করুক আত্মরক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।৫৫ দিন পেরুলেও কমেনি ইউক্রেনে রুশ আগ্রাসনের মাত্রা। সময়ের সাথে আরও জটিল রূপ নিচ্ছে দুই দেশের মধ্যকার বিভেদ। ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাশিয়া ডনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিরোধ ভেঙে দেয়ার চেষ্টা করছে।

দ্যোনেৎস্ক ও লুহানস্ক কর্তৃপক্ষের দাবি রুশ হামলায় ৮ ইউক্রেনীয় নিহত হয়েছে। মারিওপোলের মেয়রের দাবি, অন্তত ৪০ হাজার ইউক্রেনীয়কে জোর করে রাশিয়া ও রুশ অধ্যুষিত অঞ্চলে পাঠানো হয়েছে। সোমবার ইউক্রেনের একটি টেলিভিশনে এ দাবি করেন মেয়র।ওডেসা বন্দরের কাছে মাইকোলাভেও ক্রমাগত রুশ রকেট হামলার কথা জানিয়েছেন সেখানকার গভর্নর। পূর্ব ইউক্রেনের লুহানস্ক হামলার আশংকায় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।রোববার পোল্যান্ড থেকে ২২ হাজার শরণার্থী ইউক্রেনে ফেরত এসেছে বলে জানিয়েছে পোল্যান্ড সীমান্ত সার্ভিস।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =