পটুয়াখালীতে ৩টি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

0
388

পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালী জেলার ৩টি উপজেলাকে  ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে ভূমিহীন – গৃহহীন (ক শ্রেনী) পরিবারের শতভাগ পূর্ণবাসন  যাচাই করনে  জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের দরবার হলে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনিষ্ঠিত। আজ ১৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সংসদ সদস্য  কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম,  অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মো. হুমায়ুন কবির,   অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. ওবায়দুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি এড. মো. সুলতান আহমেদ মৃধা,   জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম  দেলোয়ার  হোসেন দিলিপ, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ, মির্জাগঞ্জ ইউএনও তানিয়া ফেরদৌস,  দুমকি ইউএনও মো. আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান,

পটুয়খালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মজিবুর রহমান, দুমকি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন,  পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম,  কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, দুমকি উপজেলা প্রেসক্লাবের সদস্য জামাল হোসেন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, কমলাপুর ইউপি চেয়ারম্যান মো. মনির রহমান  মনির হোসেন, বড়বিঘাই ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর, মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মাসুম মৃধা প্রমুখ।

সভায় জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ  দলমত নির্বিশেষে প্রকৃত ভূমিহীন-গৃহহীন মানুষ প্রধানমন্ত্রীর ঘর পাইতে পারে তার জন্য সবাইকে নিরপেক্ষ মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান। সভায় পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক৷ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি অংশগ্রহন করেন।

আগামী ২৫ এপ্রিলের মধ্যে জেলার প্রকৃত ভূমিহীন- গৃহহীনদের তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরনের জন্য নির্বাহী অফিসারদের প্রতি আহবান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

প্রকাশ, জেলার ৮ টি উপজেলায় ১,২ ও ৩য় পর্যায় এ পর্যন্ত ৬,৫২৮ টি ঘর বরাদ্দ প্রাপ্ত হয়ে ঘর নির্মানকরে ভূমিহীন – গৃহহীনদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ শাখা অফিস সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 3 =