গুরুদাসপুরে আগুনে পুড়লো নয়টি ঘর শতবর্ষী এক বৃদ্ধা নিহত

0
270

তাওহীদা ইসলাম ত্বন্নী  : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের বসতবাড়ির নয়টি ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার বিকেলে তিনটার দিকে পুরুলিয়া বাজার  সংলগ্ন খর ব্যবসায়ী বককার  আলীর খড়ের পালা থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ফসলাদি সহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানান শুক্রবার বিকেল তিনটার দিকে আবু বক্করের খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী কলিমুদ্দিন সবের উদ্দিন সবুজ আলী জরিফ আলী আবু বক্কর জব্বার আলী মোহাম্মদ আলীর ঘর পুড়ে ছাই হয়ে যায়। ভিডিও ধানের ঘরের পালাও বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন পাশের আরো নয়টি ঘরে ছড়িয়ে পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির নয়টি ঘর পুড়ে যায় এতে গুলজাহান বেগম ১০৫ আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যায়। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ গুরুদাসপুর সহকারী কমিশনার ভূমি মোঃ আবু রসেল গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ইউপি চেয়ারম্যান আলী  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিয়ানা গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + nineteen =