শান্ত কলারোয়াকে অশান্ত করতে আবারও কথিত সার্কাসের অনুমতি পেতে আবেদন

0
357

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : শান্ত কলারোয়াকে অশান্ত করতে একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছে। সামনে এসএসসি পরীক্ষা শান্ত পরিবেশ। এই সার্কস এর অনুমতি পেলে কলারোয়া আবারও অশান্ত পরিবেশে সৃষ্টি হবে। একটি সূত্রে জানা গেছে, যতসামান্য ও নামেমাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে সেখানে প্রদর্শিত হবে অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশার আড্ডা। এছাড়া সেখানে মেয়েদের দিয়ে অর্ধনগ্ন নয় বরং প্রায় উলঙ্গ অশীল ড্যান্স করানো হবে। থাকবে ওয়ানটেনসহ বিভিন্ন নামীয় জুয়ার আসর। বাদ যাচ্ছে না মদ, ফেনসিডিল, গাঁজাসহ নানান ধরনের নেশার আড্ডাও। ইতি মধ্যে কলারোয়ার একটি ক্লাবে এ বিষয় নিয়ে কয়েকবার জোয়া খোরদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে আড়াই লাখ টাকার বায়নাও দিয়েছে সার্কস কর্তপক্ষ। ইতিমধ্যে সার্কসের আবেদন পত্র জেলা প্রশাসকের দপ্তর থেকে কলারোয়ার ইউএনও ও কলারোয়া থানা পুলিশের কাছে চলে এসেছে বলে জানা গেছে।

ইউএনও ও থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিলেই শুরু হয়ে যাবে সার্কাস খেলা। তার পরে শান্ত কলারোয়ায় শুরু হবে অশান্ত পরিবেশ। উল্লেখ্য-এর আগে এই কলারোয়ায় ঢাকার দোহারের জনৈক সেলিমের মালিকানাধীন কিং স্টার সার্কাস নামে প্যান্ডেল বসে। সেখানে ২/৪দিন একটি হাতি নিয়ে নামেমাত্র লোকদেখানো সার্কাস শুরুর পর প্রায় নগ্ন ড্যান্স, জুয়া ও নেশার আসর বসায় এলাকাবাসীর চাপের মুখে পড়ে তা বন্ধ হয়ে যায়। আবারও সেই চক্রটি কলারোয়ায় সার্কাস বসানোর জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পেতে আড়াই লাখ টাকার মিশন নিয়ে দৌড় ঝাপ শুরু করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 7 =