সবাইকে পাচঁ ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেন ….. রিজওয়ান উল – হক

0
1207

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমাম-উল হক বলেন, বিদেশে গেলেও রিজওয়ান নামাজের প্রতি খুব যত্নবান থাকেন যখনই আমরা কোনো দেশে সফর করি, তখন রিজওয়ান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। ওই গ্রুপে নিয়মতান্ত্রিকভাবে ও সবাইকে প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেন। ইমাম-উল হক আরও বলেন, শুধু হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়েই তিনি দায়িত্ব সারেন না। বরং আমাদের নামাজে ইমামতিও করেন তিনি।পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে নীতিনৈতিকতা ও ধর্মের অনুশীলন চোখে পড়ার মতো সতীর্থরা যেন নামাজি হয় সে জন্য একটি অভিনব উদ্যোগ নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে সবাইকে প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেন। এ তথ্য জানিয়েছেন বাঁহাতি ওপেনার ইমাম-উল হক।

উল্লেখ্য, ধর্মের অনুশীলনের দিক থেকে রিজওয়ানের অনেক সুনাম রয়েছে। গত বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেনকে পবিত্র কুরআন হাদিয়া দেন তিনি ইমলামের প্রতি অধিক  ভালোবাসার কারনের এবং ইসলামের মহৎ সবার কাছে পৈাছে দিতে চান তিনি

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =