উওরখানের সাবেক চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নিয়ে অন্যের জমি দখল করার চেষ্টা,বাধা দিতে গিয়ে আহত পুলিশ সদস্য

0
313

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর উওরখানে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ ,বাধা দিতে গিয়ে উত্তরখান থানার এস.আই.মোঃ আব্দুল  ওয়ারেছ আহত।  শনিবার (২২ জানুয়ারি)উওরখান রাজাবাড়ি এলাকায় ওয়াজেদ মিয়ার জমি কামাল বাহিনী দখল করার চেষ্টা করলে পুলিশ এসে বাধা প্রদান করেন। এতে কামাল উদ্দীন ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালান বলে জানাযায়। অনুসন্ধানে জানাযায়,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড এর উওরখান থানাধীন  রাজাবাড়ি  এলাকায়  ওয়াজেদ নামে এক ব্যক্তির জমি দখল করতে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে তান্ডব চালায় । এই জমি নিয়ে চলামান মামলা থাকলেও কোট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, মামলা শেষ না হওয়া পর্যন্ত জমির ভোগ দখলে থাকবে ওয়াজেদ।

কিন্তুু শনিবার সকালে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী  আলমগীর হোসেন সহ বেশকিছু অজ্ঞাত নামা লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভুক্তভোগী ওয়াজেদের জমিতে থাকা দুটি টিনের ঘর ভাঙচুর চালায়। সন্ত্রাসীদের এহেন কর্মকাণ্ডে পুলিশ এসে বাধা প্রধান করলে সন্ত্রাসীরা পুলিশের উপর চড়াও হয়।  এতে উত্তরখান থানার এস আই আব্দুল ওয়ারেছ আহত হন এবং তার ডান হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত হন।

কামাল চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিপূর্বেও উত্তরখান হযরত শাহ কবির (রঃ) মাজারের টাকা আত্মসাৎ, সন্ত্রাসী আলমগীর সহ উত্তরখান মাজার চৌরাস্তায় মোসাদ্দেক হোসেন ফালুর জমি দখল, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, জনৈক শফিকুল ইসলাম হতে ৭৬ লক্ষ টাকা আত্মসাৎ সহ অসংখ্য অভিযোগ রয়েছে।

এর আগে কামাল চেয়ারম্যান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারনে পুলিশ তাকে গ্রেফতার করেনি বলেও অভিযোগ রয়েছে। শনিবারের ঘটনাটিও ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন উত্তরখান থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ।

এই বিষয়ে ভুক্তভোগী ওয়াজেদ জানান,সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের নেতৃত্বে সন্ত্রাসী আলমগীর সহ ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার জায়গায় থাকা টিনের দুটি ছাপরা ঘর ভাঙ্গচুর চালায়।থানায় খবর পেয়ে ঘটনা স্থলে এস. আই ওয়ারেছ আসলে সন্ত্রাসীরা পুলিশের উপরেও হামলা চালায়। এই বিষয় অমি নিজে বাদি হয়ে উওরখান থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।যাহার জিডি- নং ১১৩১,তারিখ ২২ জানুয়ারি ২০২২ ইং।

এই বিষয়ে উওরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, এই রকম কিছু হয়নি। পুলিশ আহত হওয়ার ঘটনা সত্যতার প্রমাণ মিললেও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বিষটি এরিয়ে যান।

এই বিষয়ে উওরা জোনের উপ পুলিশ কমিশার মোশেদ আলম জানান, বিষয়টি আমার জানা নেই।আমরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + seven =