কস্ট দেবে গো, কস্ট

0
589

লেখক :- হাসনা হেনা

আমার কিছু কস্ট আছে উড়াল দিতে চায়।

আমি তাদের ধরে রাখি মাখি সারা গায়।

বলতে পারো সেই কস্টটা হতে পারে কি?

জানতে হলে পাশে বসো,বসো চট জলদি।

খাতা কলম নিয়েও বসতে পারো জীবন ক্ষণস্থায়ী।

কস্ট গুলোকে কস্ট দিলেই হতে পারো জয়ী।

প্রাচুর্যেও অনাহারী কিছু মানুষ দেখি।

মনের কাছে ধরা ওদের সুখ নামের পাখি।

তাদের দেখে মুচকি হেসে থাকি নি:শব্দে।

আমি ভাই মহাসুখি বৃস্টি পরার টাপুরটুপুর শব্দে।

চামড়া এদের দুধে আলতায়,রুপের বাহার এত।

হিংসার দহনে হয়েছে কালো আর বুঝাব কত!

মুখের উপর ভেংচি কাটি,পর্দা সেথায় টানি।

গায়ে মাখি চাঁদের পরশ, ভালোবাসার দানি।

টাকার বিছানায় শুয়েও এরা ছটফটাতে থাকে।

চাহিদার তীব্র দহন এদের ফুসফুসিয়ে ডাকে।

তাদের দেখে মরি হায়রে এখন কিযে করি?

ঘাসফুল হয়ে বাঁচার ইচ্ছা শক্ত করে ধরি।

কস্ট দিবে কস্ট, আরও অনেক কস্ট।

কস্ট গুলোকে কস্ট দিব থেতলে দিব মাথা।

ফুলের সুবাস মাখবো গায়, ভুলবো মনের ব্যাথা।

রাশি রাশি চাঁদের আলো পরে পৃথিবীর বুকে।

চাঁদ ত বাকা এই কস্টে কি মুখ লুকিয়ে থাকে?

আমার মত সুখের পরশ পেত যদি হায়।

কস্ট গুলোকে সামলে রাখত,লেপটে রাখত গায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + 19 =