Site icon Aparadh Bichitra

চৌদ্দগ্রামে স্বপ্নপূরণের উদ্যোগে ভ্যান চালকের ঘর নির্মাণে টিন প্রদান

খোরশেদ আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া ভ্যান চালক কালাম মিয়ার ঘর নির্মাণের জন্য ঢেউটিন হস্তান্তর করা হয়েছে ।শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, শুভাকাঙ্খী শাহ আলম, মহিন কবির, মো: শরীফ, আবদুর রাজ্জাক, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, ফাউন্ডেশনের সদস্য মো: জসিম উদ্দীন হাসান প্রমুখ।

এদিকে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর নির্মাণের ঢেউটিন পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগী ভ্যান চালক কালাম মিয়া।