পটুয়াখালীতে মোটর সাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের  নেতৃত্বে  তিনদিন ব্যাপী  ক্যাম্পেইন

0
335

প্রতিনিধিঃ পুলিশের ভয় নয়, নিজের সুরক্ষা এবং নিরাপদে পরিবারের নিকট ফেরার জন্য মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরিধান করুন, দুঘর্টনা থেকে রক্ষাপেতে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর নেতৃত্বে  তিনদিন ব্যাপী সচেতনতা ক্যাম্পেইন শুরু।২১ এপ্রিল বৃহষ্পতিবার সকাল ১০ টায় বড় চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর নেতৃত্বে  সচেতনতা ক্যাম্পেইন র্যালী আলোচনা সভা ও হেলমেট পরিধানে মোটর সাইকেল চালকদের রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে শুভেচ্ছা এবং হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে স্বল্প মূল্যে হেলমেট ক্রয়ে বাধ্যতা করন কার্যক্রম শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. সাজেদুল ইসলাম,  প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফয়সাল আহমেদ, আবু সাইয়েদ সহ পুলিশের  অন্যান্য কর্মকর্তা, ইলেকট্রনিক  ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 − 1 =