Site icon Aparadh Bichitra

 বাঙালীর প্রাণের উৎসব নববর্ষ বৈশাখের গান

লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী:

এলোরে এলোরে এলো, এলো আবার বৈশাখ।।

বাঁজছে কাসর শঙ্খ ঘন্টা, বাঁজছে ঢোল খোল ঢাক।।

নাচছে দেখো কিশোর কিশোরী, নাচছে বুড়া বুড়ি।

যুবক যুবতি নাচছে সবাই, পড়ছে পোশাক বাহারী

পড়ছে কেউ কেউ পাঞ্জাবি শাড়ি।। নারী পড়ছে চুড়ি শাঁখ।

খাচ্ছে দেখো পান্তা ইলিশ, বৈশাখের ভোর সকালে।

মেলায় যাচ্ছে জোয়ান বুড়া, দল বেঁধে সকলে।।

অতীতের সব গ্লাণি ভুলে।। নতুনেরে দিচ্ছে ডাক

বসছে মেলা বটতলা হাটখোলা, গ্রাম ও নগরে।।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রাণ ভরে মেলায় ঘুরে

বাঙালির প্রাণের উৎসব ওরে।। বাংলা বর্ষের বৈশাখ।