আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো : অথচ আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার কুদরতের পরশে  

0
286

দুর্গন্ধময় মাটি ও এক ফোঁটা বীর্য

নারী পুরুষের মিলনের ফলে তোমার সৃষ্টি।

৩১০ দিন অন্ধকার গর্তে পড়েছিলে তুমি,

ছিলো না কোনো পানি আলো বা বাতাস,

ছিলো না কোনো খাদ্য বা পানীয়,, তুমি বেঁচে ছিলে মাসের পর মাস ধরে, বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল?

মায়ের পেটে ছিলে তুমি, তোমাকে দেখে রাখার মতো কেউ ছিলো না,, চোখ ফোঁটেনি ধপাস ধপাস করে মায়ের পেটে লাথি মারতে, তোমার মা”উহ”করে উঠতো।

তুমি বোবা ছিলে,জবান ফোঁটেনি আমি (আল্লাহ) তোমার দুটো ঠোঁটকে জোড়া লাগিয়ে রেখেছিলাম। নাকের ছিদ্রে দিয়ে রেখেছিলাম কুদরতের পরশ, কানের ছিদ্রে দিয়ে রেখেছিলাম কুদরতের পট্টি।

যদি এগুলো খোলা থাকতো তাহলে মায়ের বিষাক্ত রক্ত ও পানি গিয়ে মূহুর্তেই তোমাকে মেরে ফেলতো।

বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল।

কে?

কে,

কে, করেছিলো এগুলো?

“বান্দা” আমি কাদের তুমি মাকদুর।

” বান্দা” আমি জাবের তুমি মাজবুর।

“বান্দা” আমি রাজ্জাক তুমি মারজুক।

” বান্দা” আমি রব তুমি মারবুব।

“বান্দা” আমি মালেক তুমি মামলুক।

বড়ো হয়েছো। কি প্রতিদান দিলে?

যৌবন লাভ করেছো আমাকে কতবার খুশি করেছো

আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো

অথচ আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার কুদরতের পরশে   যদি কখনো ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসো, তবে জেনে রেখো আমার ক্ষমা ও দয়ার দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one − one =