মানুষ অমানুষ পশুতত্ত্ব গান

0
549

লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী

মানুষ কুলে জন্ম লইয়া, মানুষ থাকতে পারে নাই।।

ভবের মোহে রঙ্গ রসে, মনুষ্যত্ব ফেলছে হারাই।।

ডারউইন বলে গেছেন, বানর থেকে হয় মানুষ।।

আবার পাক কোরানে আছে শুনি, বানর হইয়া গেছে মানুষ।।

বুঝিয়া লও নিজেরও বুঝ।। একটুখানি বিবেক খাটাই।

জগতে মাঝে দেখি এখন, মনুষ্যত্ব মানবতার অভাব।।

মানুষ গেছে অমানুষ হইয়া, হইয়াছে পশুর স্বভাব

মানুষ করছে পশুরও কাজ।। মানুষে পশুতে ব্যবধান নাই।

তিন বছরের শিশুকেও, ধর্ষণ করে নরপশু।।

খুন গুম অপহরণ করছে, মানুষ যে হইছে দস্যু।।

সব দেখি শয়তানের শিষ্য।। ভেবে লজ্জায় মরে যাই।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মানুষ রূপী কত ইতর

আসলে ওরা মানুষ নয়, ওরা লেজকাটা  বান্দর।

শৃগাল কুকুর দাঁতাল শুয়োর।। মানুষ রুপে দেখতে পাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =