সাদাকাতুল ফিতরের বিধিবিধান..আসুন জেনে নিন

0
271

সাদাকাত (الصدقة) শব্দের অর্থ দান।

আর ফিতরা/ফিতর (الفطر) শব্দের অর্থ ভঙ্গ করা।

ইসলামী শরীয়তে রোজার পরিপূর্ণতার জন্য সাদাকাতুল ফিতরকে অবশ্যক করা হয়েছে ইমাম ওয়াকী ইবনুল জাররাহ বলেন,রমজান মাসের যাকাতুল ফিতর সাহুর সিজদার সমতুল্য অন্য কথায়, নামাজে ত্রুটি হলে যেমন সেজদায় সাহু দিলে তা পূরণ হয়,তেমনি রোজায় কোনো ত্রুটি হলে সাদাকাতুল ফিতর দ্বারা তার প্রতিকার করা হয়।পবিত্র রমজানের হুকুম-আহকাম পালনে অনিচ্ছাকৃত কোন রকম ভুল ত্রুটি-বিচ্যুতির ক্ষতি পূরণের জন্য “সাদাকাতুল ফিতরা”আদায় করা ওয়াজিব।ইমাম আবূ হানীফার (রহঃ) মতে ঈদের দিন যাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকলে অর্থাৎ ঐদিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত হিসেবে যার ঘরে সাড়ে সাত তোলা স্বর্ণ বা বায়ান্ন তোলা রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ থাকবে শুধু ঐ পরিবারের উপর ফিত্‌রা দেয়া ফরয হবে।

সাদাকাতুল ফিতরের বিধিবিধান

 এর হুকুম কি?

 সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ।

[বুখারী হাদীস ১৫০৩,১৫০৪; আবু দাউদ হা/১৬০৫]

 কাদের উপর ফরজ?

 নারী-পুরুষ, ছোট বড় সবার জন্য।

[বুখারী হাদীস ১৫০৩,১৫০৪]

 কত পরিমান দিতে হবে?

 পরিমান হলো এক সা’। ১ সা’ পরিমান কত কেজি তা নিয়ে মতভেদ আছে। প্রায় ৭/৮ টি মতের মাঝ হতে আমরা সর্বনিম্ন যে মাপ পাই তা হলো ২ কেজি ৪০ গ্রাম আর সর্বো্চ্চ মাপ হলো ২ কেজি ৮০০ গ্রাম। সুতরাং কেউ এর মাঝামাঝি যে কোন পরিমান দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে, ইনশা-আল্লাহ!

[বুখারী হাদীস ১৫০৫,১৫০৬; মুসলিম হা/২২৭৫]

 কাদেরকে দিতে হবে?

 সাদাকাতুল ফিতর বা ফিতরা কেবলমাত্র ফকীর মিসকিনদের দিতে হবে, যাকাতের মতো অন্যান্য খাতে নয়।

[আবু দাউদ হা/১৬০৬; ইরওয়াউল গালীল হা/৮৪৩]

 কবে আদায় করতে হবে?

 ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, তবে ২/১ দিন আগেও দেয়া জায়েজ। ঈদের সালাতের পর আদায় করলে তা সাদাকাতুল ফিতর হবে না, সাধারণ সদকা হবে।

[বুখারী হা/১৫০৯; ১৫১১; আবু দাউদ অধ্যায়: যাকাত,অনুচ্ছেদ: ফিতরের যাকাত ]

 ফিতরা আদায়ের উদ্দেশ্য কি?

 রোজাদারের অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যূতি থেকে পবিত্র করা এবং গরীব মানুষের খাবারের ব্যবস্থা করা!

[আবু দাউদ ও ইবনে মাজাহ]

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × three =