বাস উল্টে ৮ ওমরাহ পালনকারীর মৃত্যু

0
766

বাস দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই মিশরীয় ও সুদানি নাগরিক। দুর্ঘটনাকবলিত বাসটি সম্ভবত রাস্তা থেকে উল্টে গেছে। আল-জাহরানি বলেন, ওই বাসে ৫১ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং ১০ জন মাঝারিভাবে আহত হয়েছেন। বাকি যাত্রীদের অবস্থা স্থিতিশীল।আল-হিজরা রোড দুটি পবিত্র শহরকে সংযুক্ত করেছে। হজযাত্রীরা ওমরাহ শেষ করে আরেক পবিত্র স্থান মদিনায় যাওয়ার পথেই দুর্ঘটনায় পতিত হন। সৌদি কর্তৃপক্ষের ওই বিবৃতিতে বলা হয়, সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি (এসআরসিএ) অপারেশন রুম শুক্রবার সকাল সোয়া ছয়টায় জানতে পারে ওয়াদি আল-ফারা শহরের কাছে আল-হিজরা রোডে একটি বাস উল্টে গেছে।

মদিনায় এসআরসিএ শাখার মহাপরিচালক ডক্টর আহমেদ আল-জাহরানি জানায়, দুর্ঘটনা এবং আহত যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলগুলোকে অবিলম্বে নির্দেশ দেওয়া হলে ২০টি অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী ছয়টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

পবিত্র ওমরাহ পালন করে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =