আমি সেই মেয়ে

0
613

লেখক : সান্তনা মজুমদার

অসংখ্য অস্ত্র শস্ত্রে সজ্জিত

রণকৌশলে পারদর্শী

যারা নিরস্ত্র আমাকে

ক্ষত-বিক্ষত করেছিল,

রণভূমিতে ভূলুণ্ঠিত করে

অট্টহাসিতে ফেটে পড়েছিল,

পদদলিত,নিষ্পেষিত,রক্তাক্ত

আমি সেই মেয়ে

জাতি-ধর্ম-বর্ণের যাঁতাকলে

পিষ্ঠ করে উল্লাসিত যারা,

সংসারের আবর্জনা ভেবে

ডাস্টবিনে ফেলে দেবার

পরিকল্পিত পরিকল্পনায় যারা

আমার মৃত্যুজাল বিছিয়ে ছিল,

তাদের নিষ্ফল,বৃথা চেষ্টার ফসল-

তাদের রোষানল থেকে অলৌকিক

ভাবে বেঁচে যাওয়া

আমি সেই মেয়ে

রক্তচোষা,কূটচক্রী,ষড়যন্ত্রকারী

প্রতিমুহূর্তে লাঞ্ছিত,অপমানিত করে

হৃদয়ের রক্তক্ষরণ করেছে যারা,

সজ্জিত স্বপ্নের বীজ গুলো

বিষক্রিয়ায় অঙ্কুরোদগম

হওয়ার আগেই বিনষ্ট হয়ে গেছে

যাদের ঘৃণিত চক্রান্তে,

আমার শান্তির নীড়

বিষাক্ত নিঃশ্বাসের বাতাসে

তছনছ করে

আমাকে টেনে-হিঁচড়ে নিক্ষেপ করেছিল

আগ্নেয়গিরির জ্বলন্ত কুণ্ডে

আমার শরীরের গলিত লাভা

দর্শনে রোমাঞ্চিত,পুলকিত হতে

বিনিদ্র রজনীর প্রতিটি মুহূর্তে

অশ্রুবর্ষণকারী,অগ্নিদগ্ধে ঝলসানো

বীভৎস জীবনের নুয়ে পড়া

আমি সেই মেয়ে

মরিনি-

জীবনের শুদ্ধতা,পবিত্রতা

অক্ষুন্ন রেখে,সৎ,আদর্শকে

আঁকড়ে ধরে আমি বেঁচে আছি।

আজ এসেছে ঘুরে দাঁড়াবার দিন

বেজে উঠেছে

আমার জয়ের বীন।

আমি কলমকে করেছি অস্ত্র

সমাজে সংসারে ভালো মানুষের

মুখোশ পরা,কুচক্রী,ষড়যন্ত্রকারী

স্বার্থান্বেষীদের মুখোশ খুলে দিতে,

তাদের উচিত শিক্ষা দিতে আজ কলম তুলে নিয়েছি হাতে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 1 =