হত্যায় জড়িতদের নাম প্রকাশ : আতঙ্কে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

0
406

নাহিদ হত্যাকাণ্ডে জড়িতদের নাম প্রকাশের পর হল ছাড়তে শুরু করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর আগে সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছিল কিন্তু জড়িত কয়েকজনের নাম প্রকাশের পরপরই হল ছাড়তে শুরু করেন তারা। রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন নামে এক কুরিয়ারকর্মী নিহত হন  নাহিদ হত্যায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে পুলিশ তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। সেই সঙ্গে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্রাবাস সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ কারণে অনেকেই হল ছাড়ছেন। আবার অনেকে রাতেই হল ছেড়ে নিরাপদ অবস্থানে রয়েছেন।

হলে পুলিশ অভিযান চালাতে পারে এমন তথ্য ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন। তবে ঢাকা কলেজের হল কোনো অভিযান শুরু করেনি পুলিশ তারা কেবল শিক্ষার্থীদের নজরদারিতে রেখেছেন তবে যেকোনো সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, আমরা এখনো কোনো অভিযান শুরু করিনি তবে বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + 16 =