লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা…ভোক্তা অধিদপ্তরের অভিযান

0
407

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার একজন ভোক্তা লোভনীয় বিজ্ঞাপন দেখে টংগিবাড়ি উপজেলার একটি প্রতিষ্ঠান থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে বাজার মূল্য থেকে কম দামে একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন এবং প্রায় ১,৯০,০০০/- পরিশোধ করেছিলেন। ৪৪ কর্মদিবসে মোটরসাইকেল সরবরাহ করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তাকে মোটরসাইকেল সরবরাহ করেনি। টাকা ফেরত বা মোটরসাইকেল না দিয়ে প্রতিষ্ঠানটি ভোক্তাকে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছিল। এমতাবস্থায় টাকা এবং মোটরসাইকেল কোনটিই না পেয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে ফেব্রুয়ারী ২০২২ মাসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় উভয় পক্ষকে নিয়ে একাধিক শুনানি করে। এর একপর্যায়ে অভিযুক্ত প্রতিষ্ঠান অভিযোগকারী ভোক্তাকে টাকা ফেরত দিয়ে দেয় এবং ভোক্তা সন্তুষ্ট হয়ে তার অভিযোগটি গত সপ্তাহে প্রত্যাহার করে নেন।

“লংঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − five =