চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাবে ৩৮ পরিবার

0
397

খোরশেদ আলম, চৌদ্দগ্রাম  প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় ধাপে নতুন করে ঘর পাবে ৩৮টি গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকালে এক প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন সাংবাদিকদের জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ তাদের জন্য প্রস্তুতকৃত ঘর বুঝিয়ে দিবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘিতে ১৫টি, কাশিনগরে ৬টি, কালিকাপুরে ৫টি, চিওড়ায় ৫টি, শুভপুরে ৫টি ও ঘোলপাশায় ২টিসহ মোট ৩৮টি পরিবারের মাঝে ঘরের দলিল, খতিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্রসহ চাবি তুলে দেয়া হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − six =