Site icon Aparadh Bichitra

ফায়ার সার্ভিসের ৯ কর্মকর্তা : উপপরিচালক পদে পদোন্নতি পেলেন

ফায়ার সার্ভিসের উপপরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নয়জন সহকারী পরিচলক এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসাইন পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাঙ্ক বৃদ্ধি করে না, এর মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন। সভাপতির বক্তব্যে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল মো. রেজাউল করিম সন্তোষ প্রকাশ করে বলেন, মহাপরিচালক মহোদয় আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই পদোন্নতি হওয়ায় আমরা আনন্দিত। স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সহ আরও অনেই

র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান। এ সময় পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব বাবুল চক্রবর্তী।