নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোর উপজেলার স্বপ্ন কলি স্কুলে গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক আয়োজন  

0
1625

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৬ এপ্রিল  ২০২২ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, নাটোর কর্তৃক নাটোর জেলার সদর উপজেলার স্বপ্ন কলি স্কুলে গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে নাটোর জেলার  ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত ঔষধ তও্বাবধায়ক জনাব শরিফুল ইসলাম মহোদয় উপস্হিত ছিলেন। এসময় তিনি খাদ্য নিরাপদ রাখার জন্য যাবতীয় বিষয়াবলী নিয়ে গৃহিণীদের পরামর্শ প্রদান করেন।নিরাপদ খাদ্য অফিসার, জনাব মোহাম্মাদ আলী জিন্নাহ  নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মেনে নিরাপদ খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং পরিবেশনের বিভিন্ন  বিষয়ে আলোচনা করেন। এছাড়া তিনি নিরাপদ পানি, নিরাপদ খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও আলোচনা করেন।  নিরাপদ পানির ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার বাস্তবিক দিক নিয়ে আলোকপাত করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + eighteen =