চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন বাড়ীঘর

0
601

খোরশেদ আলম,  কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন বাড়ীঘর লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঝড়ো বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর ছোট-বড় অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কর উপর থেকে ভেঙ্গে পড়া গাছপালাগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় হঠাৎ করে টর্নেডো আঘাত হানে। এ সময় আমানগন্ডা দক্ষিণ-পশ্চিম পাড়ার মসজিদে জান্নাত (পাঞ্জেগানা মসজিদ), ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সংলগ্ন গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের টিনসেড ভবনটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একই এলাকার আরো প্রায় ১৫-২০টি টিনসেড ঘরসহ বিভিন্ন গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মো: সিরাজুল ইসলাম বলেন, ‘হঠাৎ টর্নেডোর থাকার ঘরটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাণহানির ঘটনা না ঘটলেও আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একমাত্র থাকার ঘরটি ভেঙ্গে যাওয়ায় খোলা আকাশের নীচে রাত্রি যাপন করেছি। এমতাবস্থায় কি করবো জানিনা। সরকারী সহায়তার আশ^াস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহায়তা পেলে উপকৃত হবো’।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, ‘শুক্রবার বিকেল সাড়ে তিনটায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পড়লে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছপালা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় স্থানীয় মসজিদ-মাদরাসাসহ সাধারণ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে’।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + three =