ধামরাইয়ে আকসির নগর আবাসন প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য হাইকোর্টে রিট

0
913

ধামরাই  ঢাকা , প্রতিনিধি : আকসির নগর আবাসন প্রকল্পের সকল কার্যক্রম বন্ধের জন্য আনুর আলী গং বাদী হয়ে মহামান্য হাইকোর্টে বিচারপতি মামুনুর রহমান ও খন্দকার দিলারুজ্জামানের আদালতে পরিবেশ অধিদপ্তরকে বিবাদী করে একটি রিট পিটিশন করেন গত ৭ এপ্রিল । যার রিট পিটিশন নং-২৪৩৪/২২ । ঢাকার ধামরাই উপজেলার মাকুলিয়া এলাকায় আকসির নগর নামে একটি অবৈধ আবাসন প্রকল্প গড়ে উঠেছে । এই আবাসন প্রকল্পে জেলা প্রশাসকের অনুমতি ও পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছাড়াই কৃষি জমির উপর রাতারাতি বালু ভরাট করে মাকুলিয়া ,কাইজারকুন্ড ,বড় কুশিয়ারা ,সীতি ও সাছনা মৌজায় কাইজান গ্রুপের মালিক তৌহিদুল ইসলাম কয়েক বিঘা জমি ক্রয় করে প্রথমে বালু ভরাট শুরু করে তার পরে রাতারাতি এলাকায় অসহায় কৃষকদের ফসলি জমি দখল শুরু করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে । অসহায় কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আকসির নগর আবাসন প্রকল্পের মালিক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোন সুফল হয়নি ।

দীর্ঘ দিন ধরে এই অসহায় কৃষকদের উপর বিভিন্ন হামলা, মামলা দিয়ে হয়রানি করে আসছে এই কাইজান গ্ৰুপ । বাদ্য হয়ে ভুক্তভোগী কৃষক আনুর আলী গং বাদী হয়ে আকসির নগর আবাসন প্রকল্পের সকল কার্যক্রম বন্ধের জন্য মহামান্য হাইকোর্টে পরিবেশ অধিদপ্তরকে বিবাদী করে একটি রিট পিটিশন দায়ের করেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 1 =