Site icon Aparadh Bichitra

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারধর

প্রতিনিধি পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে গরু যাওয়াকে কেন্দ্র করে সত্তুরোর্ধ্ব আ: খালেক গাজীকে দাড়ি ধরে চড় থাপ্পরসহ লোহার রড বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।  আহতকে প্রতিবেশীরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে। আহতের স্ত্রী মোসা.সাহিনুর বেগম বাদি হয়ে রোববার (৮মে) কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁচ জনের নাম উল্লেখ করে ১১জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করার জন্য এস আই হুমায়ুন কবিরকে নির্দেশ দেন।

মামলার বিবরনে জানা যায়, ঘটনার দিন গত সোমবার (২রা মে) সকাল সাড়ে নয়টার দিকে আ: খালেক গাজীর গরু খুটা উপড়ে পাশের মো.সোহেল হাওলাদারের বাড়ির  কান্দিতে যায়। আ: খালেক গাজী গরু আনতে গেলে প্রথমে ঝগড়া বিবাধে লিপ্ত হয়। একপর্যায়ে আ: খালেক গাজীকে দাড়ি ধরে চড় থাপ্পর মারে। পরে তাকে লোহার রড বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।এ ঘটনায় আদালতে মামলা করার খবর পেয়ে প্রতিপক্ষরা রোববার সকালে পুন:রায় তাকে বেধরক মারধর করে।

আহত আ: খালেক গাজী বলেন, মো.সোহেল হাওলাদার(৩২), মো.নূর সায়েদ হাওলাদার(৫৫), মোসা.মুক্তা বেগম(২৮), মো.মাঈন গাজী(২৫), মো.সুমন গাজী(৪০)সহ আরও ৫/৬ জন মিলে তাকে মারধর করে।