কুয়াকাটায় পর্যটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
687

উপকুলীয় প্রতিনিধি : পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে পর্যটক স্টেক হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশের আয়োজনে শনিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পর্যটন পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কুয়াকাটা পর্যটন পুলিশের ইনস্পেক্টর আবু হাসনাইন পারভেজ, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন আলোকিত কুয়াকাটা’র সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক খান এ রাজ্জাক, টোয়াক সেক্রেটারী জেনারেল কে এম জহির, জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ প্রমুখ।

মতবিনিময় সভায় কুয়াকাটায় আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশ, সাংবাদিক এবং স্টেক হোল্ডারদের পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানানো হয়। পর্যটকদের সাথে সৌহার্দপুর্ণ আচরণ, সেবার মান বৃদ্ধি, পরিবেশ প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণ ও পর্যটনমুখী ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহন এবং পর্যটন পুলিশকে ঢেলে সাজানোর আহবান জানান বক্তারা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটন পুলিশ সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে তারা। তিনি আরও বলেন, কুয়াকাটার উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রয়েছে। সাংবাদিক পুলিশ সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। কুয়াকাটার উন্নয়ন আরও তরান্নিত হবে। এজন্য তিনি সকলকে পর্যটন পুলিশকে সহযোগিতার আহবান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × three =