কুয়াকাটা সৈকতে দেখা মিললো ৭ ফুট লম্বা অর্ধ গলিত ডলফিন

0
750

উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত পরপয়েস প্রজাতির ডলফিন। ডলফিনটির পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তবে এর শরীরের কোথাও কোন আঘাতর চিহ্ন নেই। এটা মারা গেছে গত ৫/৬ দিন আগে এমন ধারনা জেলেদের। মঙ্গলবার (৩ মে) দুপুরের ২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে মাঝিবাড়ি পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় স্থানীয় জেলেরা। জেলেরা বিষয়টি ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চুকে জানায়।

বাচ্চু ও স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে সৈকতে জোয়ারে সাথে ভাসতে ভাসতে এটা সৈকতে এসেছে। তবে এটা ৫/৬ দিন আগে মারা গেছে বলে মনে হয়। পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই ডলফিনটি পরপয়েস জাতের ডলফিন। তবে এটি কিভাবে মারা গেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে এ বছর ১২ টি মৃত ডলফিন ভেসে আসে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − two =