ধামরাইয়ে ডিলিং পরিবহনে জিপির নামে চলছে চাঁদাবাজি

0
660

স্টাফ রিপোর্টার : টাকার ধামরাইয়ে ডিলিং পরিবহন ( প্রা: ) লিমিটেডের বিরুদ্ধে জিপির নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে । জানাগেছে , ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় ধামরাই টু গুলিস্থান ডিলিংয়ের জন্য ৬০ টি বাস বি আর টি এ কতৃক সিলিং রোড পারমিট অনুমতি থাকলে ও অবৈধ ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে পরিবহন কর্তৃপক্ষ প্রায় দেড় শতাধিক বাস চালাচ্ছে ডিলিং পরিবহন । এ দিকে শ্রমিক কল্যানের নামে ডিলিং পরিবহনে ধামরাইতে ৩শত টাকা ও গুলিস্তানে ৫ শত টাকা করে জিপির নামে চাঁদাবাজির টাকা তুলছে একটি সিন্ডিকেট চক্র । এতে প্রতিমাসে প্রায় বিশ লক্ষাধিক টাকার জিপির চাঁদাবাজি যাচ্ছে কোথায় । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ডিলিং পরিবহন শ্রমিক জানান, আমাদের শ্রমিক কল্যাণ পরিবহনের জিপির নামে যে চাঁদার টাকা উঠাচ্ছে । সে টাকা শ্রমিক পরিবহনের কোন সদস্য পাচ্ছে না । এ দিকে ডিলিং পরিবহন ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কে পার্কিং করার কারনে পরিবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ।

এ ব্যাপারে ডিলিং পরিবহন ( প্রা: ) লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রতনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন , খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =