সোনাতলা সম্মিলিত প্লাটফর্মের উদ্যোগে – কম্পিউটার ও স্বাস্থ্য সেবা সেন্টার উদ্বোধন

0
989

আবুবকর গাজীঃ গত শুক্রবার ১৩ মে ঢাকার নবাবগঞ্জে সোনাতলা সম্মিলিত প্লাটফর্মের স্বাস্থ্য সেবা ও কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন – শিকারী পাড়া ইউনিয়নের ৫ ম বারের মতো নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলিমোর রহমান খান পিয়ারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শিহাব রিফাত আলম। চেয়ারম্যান জাগ্রত ব্যবসায়ী জনতা। তিনি বলেন – বর্তমানে সব কাজই কম্পিউটার দিয়ে করতে হয়। দক্ষ কম্পিউটার প্রশিক্ষন ছাড়া মানব সম্পদের উন্নয়ন সম্ভব না। সে লক্ষ্য এই কম্পিউটার সেন্টার হতে শত শত ছেলে মেয়েরা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে। , ফলে সোনাতলার শিক্ষিত ছেলে মেয়েরা সোনার মানুষে পরিণত হবে। এতে আস্তে আস্তে ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নাজনিন সুলতানা লুনা। ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন। তিনি বলেন –

ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শেষ প্রান্তে হল সোনাতলা গ্রাম। এই গ্রামের কিছু তরুণ প্রজন্মের স্বপ্নচারীদের উদ্বোগে প্রতিষ্ঠিত হয়েছে – সোনাতলা সম্মিলিত প্লাটফর্ম। যারা সমাজ সেবায় কাজ করে যাচ্ছে। করোনার লকডাউনে তারা গরীবদের সাহায্য করেছে। তিনি আবেগময়ী বক্তব্য দেন।

ডাক্তার আব্দুল্লাহ আবু সাঈদ আমার ভাই, তিনি সাপ্তাহে একদিন এখানে স্বাস্থ্য সেবা দিবে। এই সমিতির সদস্য সংখ্যা প্রায় ১০০ জন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন –

মাঈনুদ্দিন প্রসিডেন্ট জাগ্রত পথ শিশু অফ বাংলাদেশ। ডাক্তার আব্দুল্লাহ আবু সাঈদ , বাবু সংকর লাল সাহা , সৌদি আরবের প্রবাসী মুরাদ খান, শামসুল ইসলাম সাবেক অধ্যাপক ও উপস্থাপনায় ছিল – সারোয়ার খান অধ্যক্ষ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =