ধামরাইয়ে রথ মেলায় পুলিশের উপস্থিতিতে চলছে প্রকাশ্যে লটারি বানিজ্য: প্রশাসন নির্বিকার

0
782

স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে চলছে রেফেলড্রর নামে লটারি বানিজ্য। জানাগেছে,ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ মেলায় পুলিশের উপস্থিতিতে ২জুলাই থেকে প্রকাশ্যে দৈনিক উল্লাস রেফেল ড্রর নামে লোভনীয় পুরস্কারের কথা বলে একশত অটো রিকশাদিয়ে পৌর শহর সহ ১৬ইউনিয়নেরবিভিন্ন গ্ৰাম হাট , বাজারঘুরে ঘুরে প্রতিদিন লাখ লাখ টাকার লটারির টিকিট বিক্রি করছে অবৈধভাবে।স্থানীয় প্রশাসন মিডিয়ার কর্মী ও রাজনৈতিক দলের নেতা কর্মী কে অর্থের বিনিময়ে ম্যানেজ করে এ অপকর্মকরে যাচ্ছে।এ দিকে লটারি রেফেল ড্রর টাকা জোগাতে কিশোর,তরুন,যুবকরা নানা অপরাধ মুলক কমকান্ডচুরি ,ছিনতাইয়ের সাথে জড়িয়ে পরছে ।লটারির প্রলোভনে পরে অনেক ব্যাক্তি মহিলাদের স্বনলংকার বিক্রি করে সবশান্ত হচ্ছে ।যশোমাধবের রথ মেলায় পুলিশের উপস্থিতিতে রেফেল ড্রর নামে চলছে লটারি বানিজ্য। ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান,

রথ মেলার ঘটনা ইউ এন ও সাহেব জানে । এ ব্যাপারে , ধামরাইউপজেলারনির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) হোসাইনমোহাম্মদহাই জকি অপরাধবিচিত্রাকে বলেন ,রেফেল ড্র লটারিতো কোন ক্ষতি করছে না । এটা সব মেলাতেই চলে ।কোন ব্যাক্তি অভিযোগকরেনি ,শুধু সাংবাদিকরা অভিযোগকরছে ,আপনাদেরসমস্যা কোথায় ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × three =