আসুন রেলওয়ে পুলিশকে তথ্য দিন, সেবা নিন

0
622

মোঃ খোরশেদ আলমঃ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী টিকেট কালোবাজারী ট্রেনের ছাদে উঠা জিরো ট্রলারের ঘোষণা ফেনী ওপেন হাউজ ডে মত বিনিময় সভায় প্রধান অতিথি মোহাম্মদ হাছান চৌধুরী পুলিশ সুপার রেলওয়ে চট্টগ্রাম। বক্তবে বলেন ‘‘চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে/ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে/ টিকেট কালোবাজারি বন্ধে/ ট্রেনে ছাদে ভ্রমণ বন্ধে এবং ট্রেনের সতর্ক হওয়ার বিষয়ে ওপেন হাউজ ডে সভায় তিনি এ কথা বলেন। ২৩/০৭/২০২২ইং তারিখ ফেনী রেলওয়ে পুলিশ ফাড়ী কর্তৃক ফেনী রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে/ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে/টিকেট কালোবাজারি বন্ধে/ট্রেনে ছাদে ভ্রমণ বন্ধে এবং ট্রেন ভ্রমণে সতর্ক হওয়ার বিষয়ে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাছান চৌধুরী পুলিশ সুপার, রেলওয়ে জেলা চট্টগ্রাম, প্রধান অতিথি বলেন অসগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে উঠা/নামা করতে, নিজ নিজ ব্যাগ ও মুল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে, সন্দেহজনক মনে হইলে বা অবৈধ মালামাল বহন করিলে রেলওয়ে পুলিশকে অবহিত করুণ। টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করুন, রেলওয়ে আশেপাশে স্থানীয় লোকজনের প্রতি আহবান জানান চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করা ও সর্বোপরি রেললাইনের বরাবর বসবাসকারী জনসাধারণগণ যাতে নিজেরা সচেতন হন এবং তাদের সন্তানদের সচেতন করেন এবং দূর্নীতি, কালোবাজারি, মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেন, আমরা সব সময় জনসাধারণের যানমাল ও নিরাপত্তা দেওয়া আমাদের মুল লক্ষ্য, জনসাধারণের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা ও রেলওয়ে সম্পদ রক্ষা করা আমাদেও দায়িত্ব। সর্বস্তরের জনগণ পুলিশকে সহযোগীতা করার জন্য বিশেষ ভাবে আহবান জানান, মোহাম্মদ হাছান চৌধুরী পুলিশ সুপার রেলওয়ে চট্টগ্রাম।

 ওপেন হাউজ ডে মত বিনিময় সভায় পরিচালনা করেন লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার, উপস্থিত ছিলেন ফেনীর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নফিল উদ্দিন, ফেনী স্টেশান মাষ্টার মীর মোঃ ইমাম উদ্দিন, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিকবিদ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + eighteen =