দুমকিতে কলেজ অধ্যক্ষের অনিয়মের তদন্ত সম্পন্ন

0
3307

পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুল হকের সীমাহীন অনিয়ম-দূর্ণীতি, অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি ও নারী কেলেংকারীর উত্থাপিত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অধিভুক্ত কলেজ সমুহের পরিদর্শক সমন্বয়ে গঠিত ২সদস্যের তদন্ত টিম কলেজ পরিদর্শণে এসে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষন, অভিযোগকারি, অভিযুক্ত অধ্যক্ষ, সাধারণ শিক্ষক-কর্মচারীসহ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আক্তারুজ্জামান ও উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ সমন্বয়ে গঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ তদন্ত টিম মঙ্গলবার সকাল ১০টায় কলেজে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছেন। তদন্তকালে অধ্যক্ষ আহসানুল হকের নিয়োগ সংক্রান্ত নথিপত্র, কলেজের গভর্নিংবডি গঠন কার্যক্রমের নথি পর্যালোচনা, অভিযোগকারি অভিভাবক সদস্য, সাময়িক বরখাস্তের শিক্ষকসহ সংশ্লিষ্টদের লিখিত বক্তব্য গ্রহন করেন। তদন্ত টিমের প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, উত্থাপিত অভিযোগের সরেজমিন তদন্তের সত্যতা নিশ্চিৎ করেছেন, তবে তদন্তের বিষয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে।  

 উল্লেখ্য, অধ্যক্ষ আহসানুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, নিয়োগ বাণিজ্য, অর্থআত্মসাৎ ও সহকর্মী শিক্ষিকাসহ  নানা কেলেঙ্কারির অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে লিখিত অভিযোগ করেন। এছাড়া অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দূর্ণীতির প্রতিকার চেয়ে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মো. ফরিদ আহমেদও অনুরূপ অভিযোগ করেছেন। এসকল অভিযোগের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় দু’সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

মোঃ দেলোয়ার হোসেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 17 =