Site icon Aparadh Bichitra

পটুয়াখালীতে সাংবাদিক বিলাস দাসের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী প্রেসক্লাবের  অন্যতম সদস্য দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার অনুসন্ধানী বাদিক বিলাস দাসের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে  একাত্মতা প্রকাশ করে দোষীদের বিচার দাবী জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় প্রতিবাদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত,  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী,  পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি জালাল আহমেদ,

সুজন’র সম্পাদক প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল, নারী উন্নয়ন নেত্রী মাহফুজা ইসলাম হেলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক  দৈনিক যুগান্তরর সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন, বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম ইরান প্রমুখ।

বক্তারা সাংবাদিক বিলাসের উপর হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও চাঁদাবাজ সাংবাদিকদের চিহ্নত করে তাদেরকে বর্জন করার জন্য সকলের প্রতি আহবান জানান।