কুমিল্লা সদর দক্ষিণের গলিয়ারা (উওর) ইউপি আঃলীগের খবরদারী এখন হাইব্রীড নেতার দখলে

0
830

বিশেষ প্রতিবেদক :
গত ১৬ অক্টোবর-২০২২ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা(উওর) ইউনিয়ন আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে বিএনপি থেকে এসে আওয়ামীলীগের যোগদানকারী স্হানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত ব্যক্তি হাইব্রীড আওয়ামীলীগার মোঃ নাছিম আহামেদকে গলিয়ারা (উওর) ইউনিয়ন সভাপতি ঘোষণা দেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, এই ঘোষণার মধ্য দিয়েই ইউনিয়ন আওয়ামীলীগের খবরদারী এখন হাইব্রীড আওয়ামীলীগারের দখলে,যা স্হানীয় আওয়ামী অঙ্গ-সংগঠনের নেতা কর্মী সমর্থকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে, সরেজমিনে অনুসন্ধান সূত্রে জানা যায়, যারা স্বাধীনতা পর থেকে অবিভক্ত গলিয়ারা আওয়ামীলীগের রাজনীতির সাথে স্বতঃস্ফূর্ত ভাবে জরিত আছেন যারা আওয়ামীলীগের রাজনীতিতে জীবন যৌবন বিসর্জনের মধ্য দিয়ে মামলা,হামলা,জেল,জুলুম,অত্যাচার বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন তেমন ত্যাগী নেতাদের উপেক্ষা করে আইওয়াশ কো-আপ্ট ভোটাভোটির মধ্যে দিয়ে উপস্থিত নেতা কর্মী সমর্থকদের হতাশ করে সভাপতি হিসেবে মাইকে ঘোষণা দিলেন গলিয়ারা তথা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগে বিতর্কিত ব্যক্তি অন্য দল থেকে যোগদানকারী, এক সময়ে বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর একান্ত আস্হাভাজন ব্যক্তি মোঃ নাছিম আহামেদকে,

সরেজমিনে অনুসন্ধান আরো জানা যায়, তৎকালীন বিএনপি জামাত সরকারের আমলে এই নাছিম আহামেদ তার বাড়িতে টর্চার সেল বানিয়েছিলেন তিনি, যা স্হানীয় আওয়ামীলীগের বহু নেতারা অবগত আছেন,নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের বাড়ী জঙ্গলপুর- ভাটেরার বেশ কয়েকজন মুরুব্বি ও মধ্য বয়সী স্হানীয় লোক এই বিষয়ে সাংবাদিকদের তথ্য প্রদান করেন, তারা জানান, নাছিম বিএনপি ক্ষমতা ছাড়ার পর থেকে সে এলাকা ছেড়ে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে দীর্ঘ দিন বসবাস করেন,মাঝে মধ্যে এলাকায় বেড়াতে আসেন,সে কিভাবে হটাৎ করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হন,তাকে কে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে মানবে,সে কবে থেকে আওয়ামীলীগ করে এই প্রশ্ন রাখেন তারা,পুরো ইউনিয়নে বেশিরভাগ আওয়ামীলীগ সমর্থনকারী লোকজন নাছিমকে সভাপতি পদ থেকে অপসারণ সহ পুনরায় সভাপতি পদে ভোটাভোটির জন্য উপজেলা আওয়ামীলীগের নেতাদের প্রতি আবেদন জানান,

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − eleven =