Site icon Aparadh Bichitra

ভালোবাসতে কলুষমুক্ত মন লাগে লাগেনা পার্থিব ধন-আমান উদ্দিন

কবিতাঃ ভালোবাসা
কবিঃ আমান উদ্দিন
লন্ডন
প্রকাশকালঃ ১৬ ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ

ভালোবাসতে কলুষমুক্ত মন লাগে
লাগেনা পার্থিব ধন,
ভালোবাসার কোন নির্দিষ্ট দিন নাই
করতে হয় পণ।
প্রকৃত ভালোবাসা মহান খোদা প্রদত্ত
অশেষ রহমতের দান,
স্বার্থ নিহিত ভালোবাসায় মানুষের
হৃদয় করে পাষাণ।
ভালোবাসা নয় অসামাজিক বেহায়াপনা
নারী পুরুষের মাঝে,
যত্রতত্র পরস্পরকে জড়িয়ে ধরতে হবে
অর্ধ উলঙ্গ সাজে।
ভালোবাসার নাম করে পৃথিবীতে চলে
কত ধরণের ছল,
নর-নারী একে অন্যের ইজ্জত লুঠতে
চালায় কূটকৌশল।
এই দুনিয়ায় ভালোবাসার বাহানায় মানুষ
করে কত ধরণের ধান্দা,
লোভ লালসার মোহে পেলে নারীর সতীত্ব
লম্পটেরা হরণে নাছোড়বান্দা।
ভালোবাসা সীমাবদ্ধ করা হয় এ জগতে
শুধু নর-নারীতে,
সত্যিকার ভালোবাসা হতে পারে মানবজাতির
যে কারো সাথে।
সত্যিকার ভালোবাসার সদা সর্বদা
হোক যেন জয়,
অসামাজিক নগ্নতা ধোঁকাবাজির
ভালোবাসার চাই শুধু ক্ষয়।