মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি

0
363

গানঃ মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি
গীতিকার ও সুরকারঃ সুজন দাদু

মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি
আঁচল দিয়ে মুছে না কেউ মা
আমার চোখের পানি মাগো আমার চোখের পানি
ওরে মা জননী আমার ওরে মা জননী।।

মাগো চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না
পথে পইড়া কাঁন্দি আমি নাই যে ঠিকানা।।
জীবন আমার কাটবে কি করে মা একটুও ভাবোনি
ওরে মা জননী আমার ওরে মা জননী

মাগো অনাদরে কাটে আমার দুঃখের এ জীবন
ভাগ্য দোষে রইলো বাবা দুরেতে এখন।।
বাবা ও নাই তুমি ও নাই মা দুখি আমি এমনি
ওরে মা জননী আমার ওরে মা জননী

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − four =