সুজন দাদুর গান‘শ্যামল কোমল পরশ লেগে যায় জুড়িয়ে প্রাণও মন’

0
497

গানঃ শ্যামল কোমল পরশ লেগে
গীতিকার ও সুরকারঃ সুজন দাদু

শ্যামল কোমল পরশ লেগে যায় জুড়িয়ে প্রাণও মন
মাটির গন্ধে মাতাল বাতাস রোদ ঝলমল সারাক্ষন।।
মেঘে ভরা অসীম আকাশ এই আমাদের বাংলাদেশ
বাংলা মায়ের গুনগান বলে করা যাবেনাতো শেষ
শ্যামল কোমল পরশ লেগে যায় জুড়িয়ে প্রাণও মন
মাটির গন্ধে মাতাল বাতাস রোদ ঝলমল সারাক্ষন

দোয়েল কোকিল ডাকে কুহু কতইনা পাখির গান
সেই গানেরই মধুর ছোঁয়ায় নেচে ওঠে প্রাণ
দিক দিগন্তে সোনার ঝলক ঝিকিমিকি রোদ্দুরে
মনে মনে গাই যে গান মধুর সুরে সুরে।।
মেঘে ভরা অসীম আকাশ এই আমাদের বাংলাদেশ
বাংলা মায়ের গুনগান বলে করা যাবেনাতো শেষ

হৃদয় দোলে মায়ায় ভূলে দেশের সোনার আঁশে
সুগন্ধে মন মাতোয়ারা শিশির সবুজ ঘাসে
দিঘীর জলে চাঁদের কিরণ কি যে ভালো লাগে
আঁধার রাতে আলো জ¦ালায় জোনাকী থেকে থেকে।।
মেঘে ভরা অসীম আকাশ এই আমাদের বাংলাদেশ
বাংলা মায়ের গুনগান বলে করা যাবেনাতো শেষ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + four =