কবি আমান উদ্দিন এর কবিতা “রক্তে অর্জিত বাংলা ভাষা”

0
598

কবিতাঃ রক্তে অর্জিত বাংলা ভাষা
কবিঃ আমান উদ্দিন
লন্ডন, যুক্তরাজ্য।

লড়াই সংগ্রাম শহীদের রক্তে অর্জিত
বাংলা রাষ্ট্র ভাষা,
আমরা বাংলা ভাষায় কথা বলতে
পাই দৃঢ় ভরসা।
১৯৫২ সালের বাংলা ফাল্গুন মাসের
রক্তঝরা দিন,
ইংরেজি ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ
বাজলো দুখের বীণ।
পাক শোষকেরা চাপিয়ে দিলো উর্দু
রাষ্ট্র ভাষা,
বাংলা ভাষা নিয়ে সেদিন করেছিলো
বিদ্রূপ রঙ তামাশা।
গর্জে উঠলো আপামর বাঙ্গালীরা
রাজপথে ধরলো শ্লোগান,
সালাম জব্বার রফিক বরকতের
সঙ্গে অসংখ্য নওজোয়ান।
বোমা বুলেট কামান উপেক্ষা করে
ভাষার জন্য করলো সংগ্রাম,
বুকের রক্তে রঞ্জিত রাষ্ট্র ভাষা বাংলা
তাদের ত্যাগের অবদান।
স্বর্ণাক্ষরে লেখা আছে বাংলার ইতিহাসে
ভাষা সৈনিকদের নাম,
আমরা তাদের কৃতিত্ব কভু ভুলবো না
হতে দেবো না ম্লান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × one =