কবি ঊষা কাঁড়ার ময়রা’র কবিতা “একুশ”

0
600

কবিতাঃ একুশ
কবিঃ ঊষা কাঁড়ার ময়রা

একুশ বীর সাহসি সৈন্যর
টাটকা তাজা রক্ত বুকের।
একুশ স্বামী সন্তান হারানো
মা ভগিনীকে পথের ভিখারী বানানো।
একুশ ফুলে ফুলে সেজে ছিলো
সাদা কাপড়ের কফিনের রোলে।
বাংলা মায়ের দামাল ছেলে
শায়িত আছে কবরের তলে।
একুশ আকাশ বাতাস কাঁপালো
ভোরের রক্তিম সৃর্য হয়ে ফুটলো।
একুশ সোনাঝরা সোনালী রোদ
আমার বাংলা মায়ের আশীর্বাদ।
একুশ ছিনিয়ে আনা স্বপ্ন সৈধ্য
বাঙালী জাতির জীবনে বৈধ্য।
একুশে ফ্রেব্রুয়ারি আমার অহংকার
মাতৃ ভাষা আহরণে অধিকার।
একুশ আমার সোনার কবি রবি
নজরুলের ওই ঝাঁকড়া চুলের কবি।
একুশ আমার বোবা মুখের ভাষা
একুশ আমার বাংলা মায়ের আশা।
একুশে সারা বিশ্ব ব্যাপী মানুষ
পালন করে ভাষা দিবস।
বাংলা আমার মায়ের বুলি
এই ভাষাতেই কথা বলি।
মা যে আমার প্রথম ভাষা
মিষ্টি আমার বাংলা ভাষা।
বাংলা আমার নাড়ীর টান
দেহ মনে খুশির বান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + 16 =