Site icon Aparadh Bichitra

কবি দেলোয়ার হোসেন বাবন এর কবিতা “অমর অক্ষর”

কবিতাঃ অমর অক্ষর
কবিঃ দেলোয়ার হোসেন বাবন

এই বদ্বীপের গোলার্ধে বিগলিত বদনে
দুখেরা বহুকাল ধরে জমাটবদ্ধ হয়।
এখানে মুখথুবড়ে পড়ে থাকে
বহুবর্ণের তরতাজা শহীদী লাশ।
ওরা বাংলা ভাষায়
বলতে পারেনা স্বাধীনতার কথা
রাজপথে পড়ে থাকে
অবরুদ্ধ অসহায় রুদ্ধ বর্ণরা।
বসন্ত আসে বিরহী বেদনার ক্রন্দনে
রক্তের ফুল ফোটে যৌবনের
ফাগুনে পোড়া বিপ্লবী দহনে।
বিনাশের নাশে তছনছ হওয়া
শব্দেরা কফিনে চড়ে
জীবন্ত কবিতারা।
বর্ণরা বাদামী রঙের কংকাল হয়ে
বধ্যভূমিতে চির ঘুমের ঘোরে ঘুমায়
মাটির সাথে সখ্যতা করে।
বসন্ত ধূসরে পাতা ঝরে মর্মরে
বিলাপী বৃথার আয়োজনে
রক্তরাগী প্রণয়ী রাত পোহায় বাংলাদেশের…
আহারে…
শহীদী লাশের মিছিল আসছে
রাস্তা ছাড়ো – রাস্তা ছাড়ো
ওরা মৃত্যুর উৎসবে জ্বলে উঠা
অমরত্বের একেকটি কালজয়ী স্বাক্ষর
বাংলা ভাষার অমর অক্ষর।