কবি রত্না রানী হোড় এর কবিতা “একুশের দানে”

0
561

কবিতাঃ একুশের দানে

কবিঃ রত্না রানী হোড়

একুশে ফেব্রুয়ারি করেছে মাতৃভাষা দান,

এর আগে ছিল বাংলা ভাষা পরাধীনতার টান।

ওরা বলেছিল,বাংলা মধুর ভাষা হবে তাজ্যমান।

প্রতিবাদ করেছিল ছাএ-সমাজ বিভিন্ন পেশায়

নিয়োজিত দেশের মানুষ।তাদের জন্যই

আজ একুশের গান,একুশই দিয়েছিল ৭১এর সূচনা।

২১শে ফেব্রুয়ারি তুমি চেতনাই উৎস,রক্তের দান।

তুমিই ৭১ এর প্রেরনাই উৎস, তুমি মুক্তি, তুমি সূর্য্য।

সেই সূর্য্যের তাপেই তো আমরা বাংলায় কথা বলি।

তোমায় উদ্ধার করতে দেদিন নেমেছিল যুবসমাজ-

নেমেছিল রাজপথে। মিছিল হলো ১৪৪ ভঙ্গ হলো,

রক্তের বৃষ্টি যেন তীব্র গতিতে বন্যাই হয়ে গেলো।

তারপর থেকেই তো বাংলাভাষা রাষ্ট্র করেছিল,

কিন্তুু কত মায়ের সন্তান ছাড়া হলো। কত নারী

হলো বিধবা,একুশের ভাষারই জন্য মুক্তি মানুষ।

তবে তুমি আজ সর্বউচ্চু স্থানে, কারণ

তোমার থেকেই শুরু ৭১ এর রক্ত ক্ষয়ী যুদ্ধ,

লাল-সবুজ পতাকা।

একটি চির সুন্দরময় স্বাধীন বাংলাদেশে।

১৯৯৯ সালে,ইউনেস্কো দিয়েছিল মাতৃভাষা স্বীকৃত।

তুমি জবা,তুমি পলাশ,কৃষ্ণচূড়া তুমি, রং লাল,

আর তুমি প্রতিবাদের এক অগ্নির ফুলকি।

তুমি২১,তুমি শান্ত, তুমি নীরব, তুমি বসন্ত,তুমি ফাল্গুন,

তুমিই শহীদ মিনার, ২১ই বাংলা করেছে প্রদান।

৭১ এর সাহস এর যুদ্ধ করেছে প্রবাহমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =