কবি শুভ্রাংশু শেখর শ্যামল এর কবিতা “মাতৃভাষার দাবি”

0
556

কবিতাঃ মাতৃভাষার দাবি
কবিঃ শুভ্রাংশু শেখর শ্যামল

বাংলার কোলে বাংলার ভাষা
বাংলা যাদের প্রাণ,
এ’মধুর ভাষা বাদ দিতে চায়
কুচক্রী শয়তান।
গর্জে উঠেছে বাংলার ঘরে
শত শত সন্তান,
শত প্রতিরোধ গড়ে তোলে তারা
গেয়ে বাংলার গান।
কু’চক্রীদের ছুড়ে দেওয়া গুলি
বুকে নিয়ে দিল প্রাণ,
জব্বার আর ববকত রফিক
নিজেদের দিল দান।
বাংলা ভাষার বাঁচিয়েছো প্রাণ
বীর সন্তান দল,
তাই সে ভাষায় গায় গান শোনে
আসমুদ্র হিমাচল।
যে’প্রাণ তোমরা দিয়েছো নিমেষে
শোধ হবে নাকো ঋণ,
সৃষ্টি করেছে এ মহাবিশ্বে
মাতৃভাষার দিন।
যাহাদের দানে বাংলা ভাষাকে
কবি করে সম্বল,
ভূলুণ্ঠিত প্রণাম জানাই
থাকো হৃদে উজ্জ্বল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × four =