কবি সাইয়ারা সায়মা লাকী’র কবিতা “শুদ্ধ ভাষার জন্য যুদ্ধ চাই”

0
636

কবিতাঃ শুদ্ধ ভাষার জন্য যুদ্ধ চাই
কবিঃ সাইয়ারা সায়মা লাকী

একটি পতাকার জন্য যুদ্ধ করেছিলাম
একটি মানচিত্রের জন্য যুদ্ধ করেছিলাম
মায়ের ভাষা রক্ষা করতে যুদ্ধ করেছিলাম
দেশকে বাঁচাতে যুদ্ধ করেছিলাম-
সবই পেয়েছি
পতাকা,মানচিত্র,মায়ের ভাষা আর দেশ.
বিনিময়ে হারিয়েছি লাখো ভাইয়ের
প্রাণ আর মা বোনের সন্মান।
একটা পতাকা চেয়েছিলাম
থাকবো শান্তিতে তার ছায়াতলে
একটি মানচিত্র চেয়েছিলাম
বিশ্বের কাছে পরিচিতি পাবো বলে,
মায়ের ভাষা রক্ষা করেছিলাম
জাতীয় সঙ্গিত গাইবো বলে
রবীন্দ্র, নজরুল, জসিমউদদীনের
কবিতা পড়বো বলে।
দেশকে বাঁচিয়েছিলাম
নিজের দেশে নিজের মাটিতে
স্বাধীন ভাবে চলবো বলে,
দেশ মাতার বুক নিশ্চিতে
বাস করবো বলে,
কিন্তু হায় সব আশা-ই জলাঞ্জলী
বৃথাই বইয়েছিলাম রক্তের নদী
আপন মানুষের হাতে এখন
দিতে হয জীবন বলী।
তবে কি আর একটা যুদ্ধ চাই?
ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ
অনযায়ের সাথে ন্যায়ের যুদ্ধ
প্রয়োজনে সেটাই হোক-
তবুও শকুনির হাত থেকে
রক্ষা পাক আমার দেশের লোক
দেশের শত্রুদের সরাবো করি এই পণ
অটুট রাখবো আমরা শহীদের এই দান।।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 15 =