Site icon Aparadh Bichitra

  আয়ুর্বেদিক সালসা নামে মাদকের আখড়া

অপরাধ বিচিত্রা: ঢাকায় হাকিমী দাওয়াখানার নামে গড়ে তুলেছে মাদকের সম্রাজ্য।  এই মাদকের কারিগর ঢাকার ওয়ারী থানাধীন নারিন্দারই বাসিন্দা। বাড়ি নং ৪৩, ওয়ার্ড নং ৪১।  শুভ আজমেরী সালসার কারখানা নামে গড়ে তুলেন এই অবৈধ প্রতিষ্ঠান । এই হাকিম মো: নাইম সালসার নামে মাদকদ্রব্য উৎপাদন করে। এবং ঢাকা বিভিন্ন এলাকায় মাদক বিক্রয়ের দোকান স্থাপন করেন  বংশাল, যাত্রাবাড়ি, নারিন্দা, চানখারপুল, কাটাবন, গাবতলী, টংগি, সাভার,

কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সালসা সরবরাহ করেন।‌ র‌্যাব-২  গত ২৪ আগষ্ট ২০২২ এক অভিজান চালান এ নারিন্দার কারখানায়। তল্লাসি করে মো: হাকিম এর মাদকদ্রব্য সহ কারখানার তার ছেলে সহ মোট ছয় জনকে কে আটক করে‌। মামলা নং ২৩/১৯৭ জিআর নং ১৯৭/২২ তারিখ ২৫-৮-২০২২।   জামিন পাওয়ার পরও মামলা চলাকালিন আবারও হাকিম মো: নাইম এর পরিচালনায় আবারো ঢাকা সহ বিভিন্ন জায়গায় সালসার মাদকদ্রব্য সরবরাহ দোকানে বিক্রি করছে।