কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ ৩য় পর্বে বিজয়ী হলেন যারা‘কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ’এর আয়োজনে সাপ্তাহিক অনলাইন সাহিত্য প্রতিযোগিতা ‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৩য় পর্ব (বিষয়ঃ সাতই মার্চ) সফল ভাবে সম্পন্ন হয়েছে।গত ০২রা মার্চ থেকে ০৭ই মার্চ পর্যন্ত চলা ‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৩য় পর্ব “সাতই মার্চ” বিষয়ে প্রতিদিন বাংলাদেশ, ভারত, লন্ডন, নাইজেরিয়ান কবিবৃন্দ অংশগ্রহন করেন।সাহিত্য বিভাগে কবি ও গল্পকারগন অংশগ্রহন করেন এবং তাদের স্বরচিত সাতই মার্চ বিষয়ক কবিতা ও গল্প পোষ্ট করেন ‘কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ’এর ফেসবুক গ্রুপ এ এবং কবিতা ও গল্প প্রেরন করেন ইমেইল ও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে।‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৩য় পর্বে অংশগ্রহনকারী সকল কবি ও গল্পকারের কবিতা ও গল্প যাচাই-বাছাই শেষে বিজ্ঞ বিচারক মন্ডলীদ্বয়ের রায়ে ০৬ জন কবি ও ০৬ জন গল্পকার কে বিজয়ী ঘোষনা করা হয়।‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৩য় পর্ব (বিষয়ঃ সাতই মার্চ) বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী সকলকে ‘কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ’ কর্তৃক অনলাইন এর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজনের আয়োজক কমিটির প্রধান ‘কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ বেতার এর তালিকাভূক্ত গীতিকার, নাট্যকার ও কবি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সুজন দাদু আজ সম্মাননা সনদ প্রদান করবেন।‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৩য় পর্ব (বিষয়ঃ সাতই মার্চ) বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা বাংলাদেশ এর কবি আসমিতা রহমান ঐশী-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “হৃদয়ে সাতই মার্চ”। বাংলাদেশের কবি মোহাম্মদ মাহমুদুল হাসান মোহাব্বত-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “রক্তাক্ত মার্চ“। বাংলাদেশ এর কবি বর্ষা দেওয়ানজী মিতু-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “৭ই মার্চ”। ভারত এর কবি সঞ্জয় সরকার-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “বঙ্গবন্ধু”। ভারত এর কবি ঊষা কাঁড়ার ময়রা-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “ঐতিহাসিক সাতই মার্চ”। বাংলাদেশ এর কবি আসফিকুর রহমান আবির-তার স্বরচিত যে কবিতাটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “সাতই মার্চের বঙ্গবন্ধু”। এছাড়াও গল্পকার হিসেবে বাংলাদেশ এর গল্পকার মাহফুজা জেসমিন আস্থা-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “বঙ্গবন্ধুর সাতই মার্চ”। বাংলাদেশ এর গল্পকার আব্দুল আওয়াল মন্ডল-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “স্বাধীনতার সূত্রপাত”। বাংলাদেশ এর গল্পকার খোরশেদা বেগম রোজী-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “সাতই মার্চের ভাষন”। বাংলাদেশ এর গল্পকার মোঃ জহুরুল ইসলাম-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “বঙ্গবন্ধুর ভাষনে উত্তপ্ত বাংলা”। বাংলাদেশ এর গল্পকার খাদিজা আক্তার জান্নাতী-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “মহান নেতার ভাষন”। বাংলাদেশ এর গল্পকার মোঃ মোস্তাফিজুর রহমান-তার স্বরচিত যে গল্পটি বিজয়ীর স্থান অর্জন করেছে তার শিরোনাম “হৃদয়ে মোর মার্চের ভাষন”।কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি গীতিকার, নাট্যকার ও কবি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সুজন দাদুর আহবান, ‘কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ’এর আয়োজনে সাপ্তাহিক অনলাইন সাহিত্য প্রতিযোগিতা ‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৪র্থ পর্ব (বিষয়ঃ ভালোবাস) শুরু হচ্ছে আগামী ০৯ই মার্চ, চলবে ১৫ই মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতা সফল করতে বাংলাদেশ ও ভারতসহ সকল দেশের বাংলা ভাষাভাষী কবি ও গল্পকারদের স্বরচিত লেখা ইমেইল, হোয়াটসঅ্যাপ এ প্রেরণ করে অথবা ফেসবুক গ্রুপে পোষ্ট দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহনের আহবান জানান।‘কবি সুজন দাদু কবিতা ও গল্প প্রতিযোগিতা-তেইশ’ এর ৪র্থ পর্ব (বিষয়ঃ ভালোবাসা) বিষয়ের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে ১৬ই মার্চ।কবি সুজন দাদু সাহিত্য সংস্কৃতি পরিষদ এরইমেইলঃ poetsujandadubd@gmail.comহোয়াটসঅ্যাপঃ +88 01867 635528গ্রুপ লিংকঃ https://web.facebook.com/groups/1580364019087836