প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম কে দেখতে হাসপাতালে এফবিজেও’র নেতৃবৃন্দগণ

0
1063

১২ মার্চ রোববার ২০২৩ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে দেখতে আজ দুপুরে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান এস এম মোরশেদ’র নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে ছুটে যান।জ্বরসহ কিছুটা অসুস্থতার কারণে তিনি কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার কারণে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এফবিজেও এর অর্থ সচিব ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এম তোহা; প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
সাক্ষাতের সময় চেয়ারম্যান নিজামুল হক নাসিমের সাথে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম সকলের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

FBJO leaders visit Council Chairman Justice Nizamul Haque Nasim at hospital

12 March Sunday 2023 .A delegation of 4 members led by Federation of Bangladesh Journalists Organization (FBJO) Chairman SM Morshed rushed to the hospital to see Justice Nizamul Haque Nasim, chairman of Bangladesh Press Council, while he was undergoing treatment at a hospital in Dhanmondi He has been admitted to the hospital for a few days due to some illness including fever. Due to advanced medical treatment, he is slowly recovering and said that he will return home soon. At that time, among others, FBJO’s Finance Secretary and editor of the weekly Nabajagaran newspaper Md. Abu Taher Patwary were present; International Affairs Secretary MM Toha; Delwar Hossain and other leaders are members of the subcommittee on training.
During the meeting, the journalist leaders had an important and brief discussion with the Chairman Nizamul Haque Nasim on the issues related to the interests of the journalists.
Bangladesh Press Council Chairman Justice Nizamul Haque Nasim prayed for the speedy recovery of all.
Press Release.

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − seven =