ইসলামি আদর্শে জ্ঞানচর্চায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মাদ্রাসা উদ্বোধনে বলেন: এস এম মোরশেদ

0
510

১০ মার্চ ২০২৩ ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) কর্তৃক পরিচালিত নারী সাংবাদিক খুশি কামাল কর্তৃক প্রতিষ্ঠিত চৌদ্দগ্রামের ৮নং মুন্সিরহাটে চেয়ারম্যান এসএম মোরশেদ উদ্বোধন করেন তালিমুল কুরআন সুফিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা। শুদ্ধ জীবনচর্চায় ইসলামী বাভধারার আদর্শিক সমাজ ব্যবস্থা ও নির্ভেজাল জনগোষ্ঠী গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার বিকল্প নেই। ইনছাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ধনী-গরীবের বৈষম্য দূরীকরণ ও জ্ঞা নির্ভর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে।

আজ ১০ মার্চ বিকেলে ১ মাইল দুরত্বে নুরানী ও নাজেরাসহ প্রতিষ্ঠিত ২টি মাদ্রাসার উদ্বোধন করেন তিনি। এ সময় সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন(এফবিজেও’র) মহাসচিব এসএম হানিফ আলী; অর্থ সচিব ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু তাহের পাটোয়ারী ;আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এম তোহা প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনায় ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারী সাংবাদিক খুশি কামাল; তার স্বামী মোঃ কামাল হোসেন; মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ।এ সময় এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য

ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন ইসলাম কোন ব্যক্তিগুষ্টির জন্য আসেনি ইসলামের নীতি আদর্শ ও করণীয় এবং বর্জনীয় সকল বিষয় নিয়ে কাজ করা এবং গ্রহণ করার জন্য সকল মানুষের উপরে ফরজ হয়েছে; এই কারণে ইসলামী মতাদর্শ নিয়ে জাতিগোষ্ঠীকে সচেতন করা এবং এই আদর্শের পক্ষে কাজ করা সকল মুসলমানের জন্য অবশ্যই করণীয়। চেয়ারম্যান এস এম মোরশেদ ব্যক্তিগতভাবে মাদ্রাসাগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা ও আসবাবপত্র সংগ্রহের জন্য কিছু নগদ অর্থ খুশি কামালের হাতে প্রদান করেন। এই মাদ্রাসাগুলোকে সুষ্ঠ সুন্দর ও মানুষের কল্যাণে ইসলামের আদর্শের এবং মেধা বিকাশে অনন্য উচ্চতায় পরিচালনার জন্য ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যর্থ করেন। ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে ইসলামী শিক্ষায় সকল মানুষেকে উদ্বুদ্ধ হয়ে

সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আধুনিক প্রযুক্তি নির্ভর ইসলামী শিক্ষা চর্চার মাধ্যমে একটি শান্তিময় সুষ্ঠু ও সমান অধিকারের পৃথিবী গড়ে তোলার অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামী শিক্ষা আদর্শ ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে এখন সময় এসেছে সারাদেশে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − four =