Site icon Aparadh Bichitra

আসমিতা রহমান ঐশীর কবিতা ‘ফাগুনে জ্বলা আগুন’

অপরাধ বিচিত্রা সাহিত্য ডেস্কঃ

কবিতাঃ ফাগুনে জ্বলা আগুন

কবিঃ আসমিতা রহমান ঐশী

বছর ঘুরে এলো যে আবার
এলো মধু মাস
আসবে না তুমি ফিরে মোর জীবনে,
আসবে না তুমি ফিরে মোর জীবনে
মিটাবো কেমনে পিয়াস।

বসন্ত শেষে কত যে শিমুল পলাশ
ঝরেছে আপন মনে,
হৃদয় তোমায় নিয়ে
দেখেছে যে কত স্বপন
ভেঙ্গে দিয়েছো যে তুমি তা
কজনে জানে!

বহু দিনের দেখা মোর
আশার স্বপনগুলো,
করে দিয়েছো বিফল তুমি
কেন ওগো মোর প্রিয়!

ফাগুন মাসের বসন্ত মেলায়
ফাগুনের রঙ নিতে এসে,
প্রথম দেখায় ভুল করেছিলাম কি
তোমাকে ভালোবেসে?

দুঃখের বাতাস আজ ঘিরে রেখেছে আমায়
আর সুখের বাতাস
সুখের বাতাস নিয়ে গেছে তোমায়
অন্য কারো জীবন ছায়ায়,
আজি এ বসন্ত বেলায়
ছোঁয়া দিলো মোরে ফাগুন,
কেন যে জীবনে মোর
দাও দাও করে জ্বলে আজ
কষ্টের আগুন।
বলো প্রিয় বলো
বলে যাও একটি বার
কার জন্যে আজকের এই
ফাগুনে জ্বলা আগুন।