৫দফা দাবিতে রংপুরে বাসদ(মার্কসবাদী)’র গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি 

0
498

১৯মার্চ, রবিবার, সকাল ১১টায় রংপুর কাচারি বাজার ডিসি অফিস চত্ত্বরে সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন,নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো , সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু,শ্রমিকদের নূন্যতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা এবংকৃষি ঋণ মওকুফ কর, কৃষি খাতে ভর্তুকি বাড়ানো ও স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা,নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।এই গণস্বাক্ষর কর্মসূচিতে বিপুল মানুষ অংশগ্রহণ করে এবং সরকারের এইসব অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি বিক্ষুব্ধতা প্রকাশ করেন।দু’মাসব্যাপী চলমান এই গণস্বাক্ষর কর্মসূচি সারাদেশে চলছে। এতে কৃষক-শ্রমিক,অটো চালক-রিক্সা চালক,পথচারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু,সদস্য সুরেশ বাসফোর, সাজু বাসফোরসহ আরো কর্মী-সংগঠক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − five =