জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও সাংবাদিক ফেডারেশনের পক্ষ থেকে মসজিদ নির্মাণের সহায়তার জন্য আবেদন

0
620

অপরাধ বিচিত্রা ডেক্স: সারা পৃথিবীতে মুসলমানদের জন্য মসজিদ হলো এমন একটি পবিত্র স্থান যেখানে মুসল্লীরা প্রতি ওয়াক্তে গিয়ে সালাত আদায় করবে এবং জিকির,দোয়াসহ অন্যান্য ইবাদত করবে। তাই কোন প্রত্যন্ত অঞ্চলের যদি মসজিদ না থাকে অথবা লোক সমাগম স্থানে মসজিদ নির্মাণ করা মুসলমান ভাই ঈমানী দায়িত্ব। এই মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়ে সমাজ বা মহল্লার নবীন যুবক ভাইয়েরা ও প্রবীণ মুরব্বিরা যদি এগিয়ে আসে তাহলে অনায়াসে একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা যায়। কথায় আছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। নেক আমল সঞ্চয় করার ইচ্ছায় একের অধিক ব্যাক্তি মিলেমিশে সকলের সম্মিলিত উদ্যোগ ও প্রয়াসে একটি মসজিদ নির্মাণ করা সম্ভব হবে।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলার ২নং শিদলাই ইউপির ১নং ওয়ার্ডের লাড়ুচো গ্রামে একটি মসজিদ নির্মাণ কাজ চলছে।  যাহার নাম করন করা হচ্ছে “লাড়ুচো পুর্ব পাড়া জামে মসজিদ”। আপনিসহ আপনাদের সহযোগিতায় এই মসজিদটির ইতিমধ্যে ছাদের কাজ সম্পন্ন হয়েছে। সাইড ওয়ালের ইটের গাথনির কাজ হিমসিম খেতে হচ্ছে টাকার অভাবে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও সাংবাদিক ফেডারেশনের চেয়ারম্যান, অপরাধ বিচিত্রা’র ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশ এস এম মোরশেদ এর নেতৃত্বে মসজিদের কাজ চলমান করা হয়েছে। বর্তমানে মসজিদটি সালাত আদায়ের উপযোগী করে তুলতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন।

তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মুক্ত হস্তে মসজিদ নির্মাণের কাজে শরিক হই । আল্লাহর ঘর নির্মাণে দান করলে বিফলে যাবেনা,বিথায় যাবেনা। মসজিদ নির্মাণে দান করে কাল কঠিন কেয়ামতের সময় মহান আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন।তাই আসুন আমরা পরকালের কথা ও কবরবাসীদের কথা চিন্তা করে আল্লাহর ঘরের জন্য সকলেই সহযোগীতার হাত বাড়িয়ে দেই।  মসজিদের নাম: লাড়ুচৌ পূর্ব পাড়া জামে মসজি

সভাপতি – মো. আবুল হাসেম ভুইঁয়া, সহ-সভাপতি মো. আবু জাহের, সহ সভাপতি -আবদুল আলীম,সহ সভাপতি -মো. মাঈন উদ্দিন,  সাধারণ সম্পাদক – মো. এনামুল হক মাষ্টার, সহ -সাধারণ সম্পাদক – মো. আলম,

ক্যাশিয়ার :মো. কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য – মো. কামাল হোসেন, মো. মাসুক মিয়া,মো. মোমেন মিয়া।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =