মারলিন-৩ ভবনের অনিয়মিত অংশ উচ্ছেদ নিয়ে রাজউকের তেলসমাতি পরিচালক তাজিনা সরোয়ারের ভূমিকা প্রশ্নবিদ্ধ

0
336

মো: আবদুল আলীম: রাজউকের ইমারত পরিদর্শক ও অথারাইজড অফিসারের অনিয়ম দুর্নীতির কারণে ঢাকা শহরে দশ হাজারের বেশি ভবন নকশা ভঙ্গ করে গড়ে তোলা হয়েছে। ঢাকাকে বাসবাসের অযোগ্য করে তোলা হয়েছে। যে কোন সময় মৃদু ভূমিকম্প হলে জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হবে বলে বিশেষজ্ঞগণ বলছেন। মারলিন-৩ নামক ভবন, ৮৯/এ/৩ বড়বাগ, মিরপুর, ঢাকা ঠিকানায় রাজউকের নকশা ভঙ্গ করে বহুতল ভবন নির্মান করা হয়েছে। ভবন নির্মাতা প্রতিষ্ঠানকে রাজউক থেকে তিনবার নোটিশ জারি করা হয়। এরপর থেকে দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরও উক্ত ভবনটি বহাল তবিয়তে রয়েছে। অনিয়মিত ভবনটির কারণে যারা ভুক্তভোগী তাদের কাছে থেকে জানা গেছে রাজউকের মহাখালী জোন-৩ এর পরিচালক তাজিনা সরোয়ারের আশীর্বাদে ভবনটির অনিয়মিত অংশ উচ্ছেদ করা হচ্ছে না। ভুক্তভোগীর অভিযোগে প্রকাশ, ভবনটির নিচ তলায় আবু জাহিদ জোয়ার্দ্দার নামক ব্যক্তি কার পার্কিং এর স্থান দখল করে পয়: নিষ্কাশন লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ একটি ফ্ল্যাট নির্মান করে। এর প্রতিবাদ করে সকল ফ্ল্যাটের মালিকের পক্ষে হোসনে আরা মুন্নি (ভবনের এম/৫ নং ফ্ল্যাটের মালিক) রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জোন-৩ বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভবনটি নির্মাতা প্রতিষ্ঠানকে রাজউক হতে স্মারক নং ২৫.৩৯.০০০০.০৯৮.৩২.৯৬২.২০১৯-২৩৬৮ তারিখ ১৭-৯-২০১৯ ইং এর মাধ্যমে রাজউক অনুমোদিত নকশা দাখিলের জন্য নোশি জারি করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান নকশা দাখিল না করাতে রাজউক থেকে স্মারক নং ২৫. ৩৯.০০০০. ০৯৮. ৩২. ৯৬২. ২৪১৩ তারিখ ৩০-৯-২০১৯ ইং এর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান কারণ না দর্শালে রাজউক থেকে স্মারক নং ২৫.৩৯.০০০০.৯৮.৩২.৯৬২.২০১৯-৩৪০৩ এর মাধ্যমে চুড়ান্ত নোটিশ জারি করা হয়। চুড়ান্ত নোটিশ জারি করার পর দীর্ঘ তিন বছরের অধিক কাল অতিক্রম হওয়ার পরও ভবনটির অনিয়ম অংশ উচ্ছেদ করা হচ্ছে না।

ভবনের অনিয়মিত অংশ উচ্ছেদ করার জন্য ভুক্তভোগী রাজউকের পরিচালক জোন-৩ তাজিনা সরোয়ার বরাবর একাধিক অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে পরিচালক তাজিনা সরোয়ার রাজউক থেকে স্টাফদের নিয়ে ১৫-৬-২০২২ ইং মারলেন-৩ ভবনে গিয়ে ভবনের ১ নং এবং ২ নং ভবনের মাঝখানে একটি দেওয়াল উচ্ছেদ করেন কিন্তু মূল অনিয়মিত ফ্ল্যাটি উচ্ছেদ করেন নাই এমনকি নির্মাতা প্রতিষ্ঠানকে কোন জরিমানাও করেন নাই।

পরিচালক জোন-৩ তাজিনা সরোয়ার ১৫-৬-২০২২ ইং উক্ত ভবনে উপস্থিত লোকজনের সামনে অভিযোগকারী মো: জাকির হোসেন ও তার স্ত্রী হোসনে আরা মুন্নির সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ও ভবনটির অনিয়মের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা প্রত্যাহার করার জন্য ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অতপর ভবনটির অনিয়মিত অংশ নির্মানকারী আবু জাহিদ জোয়ার্দ্দারের নিকট থেকে এই মর্মে একটি মুচলেকা নিয়েছেন যে, অনিয়মিত অংশটি তিনি নিজ খরচে পনের দিনের মাধ্যে ভেঙে ফেলবেন।

৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই মুচেলকা নেওয়া হয় যা পরিচালক তাজিন সরোয়ারের নিকট রয়েছে। এরপর দীর্ঘ দিন অতিক্রম হলেও স্ট্যাম্পে স্বাক্ষর করা অঙ্গিকার পালন করছেন না অঙ্গিকারকারী আবু জাহিদ জোয়ার্দ্দার। এভাবে রাজউক বরাবর প্রদেয় অঙ্গিকার ভঙ্গ করা হলেও রাজউকের মহাখালী কার্যালয়ের পরিচালক জোন-৩ কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। অভিযোগের প্রতিকারের জন্য ভুক্তভোগী পরিচালক জোন-৩ তাজিনা সরোয়ারের কাছে গেলে পরিচালক যাচ্ছে তাই আচরণ করেন।

মার্লিন -৩ ভবনটির নিচ তলায় কার পাকির্ং এর জায়গা দখল করে নির্মিত অবৈধ ফ্ল্যাট ভেঙে অপসারন করার অনুরোধ জানিয়ে অপরাধ বিচিত্রার সম্পাদক জনাবা তাজিনা সরোয়ার, পরিচালক জোন-৩, রাজউক মহাখালী আঞ্চলিক কার্যালয় বরাবর স্মারক নং ৩৫ (৫) অ:বি:/২০২২ তারিখ ২৮-৮-২০২২ খ্রি: একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগটি দাখিল করতে গেলে বাহক অপরাধ বিচিত্রার প্রতিবেদক মো: মামুন খান ও সাংবাদিক রনির সাথে চরম দুর্ব্যবহার করেন ও দুজন সাংবাদিককে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখেন। পরিচালক তাজিনা সরোয়ার অপরাধ বিচিত্রার সম্পাদকের অভিযোগটি গ্রহণ করতে অনিহা প্রকাশ করেন। অবশেষে রাজউক মহাখালী জোনের উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যস্থতায় অভিযোগটি দাপ্তরিক সিল দিয়ে রিসিভ করা হয়।

মারলিন-৩ ভবনটির অনিয়মিত অংশ উচ্ছেদ করার জন্য রাজউক থেকে চুড়ান্ত নোটিশ জারি করা হয়। এরপর থেকে ভুক্তভোগী একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছেন পরিচালক জোন-৩ বরাবর। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত দীর্ঘ চার বছরে উক্ত ভবনটির অনিয়মিত অংশ উচ্ছেদ না করে পরিচালক জোন-৩ তাজিনা সরোয়ার অভিযোগকারীকে বলছেন,

ভবনটি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে আপোষ করে লিখিত অভিযোগ প্রত্যাহার করতে। নতুবা মার্লিন- ৩ নামক পুরো ভবনটি ভেঙে ফেলবেন পরিচালক জোন-৩। এরই ধারাবাহিকতায় রাজউক মহাখালী জোনাল অফিস, জোন-৩ হতে মার্লিন -৩ ভবনটির অনিয়মের বিরুদ্ধে রাজউকে যিনি অভিযোগ দিয়েছেন সেই অভিযোগকারী হোসনে আরা মুন্নিকে স্মারক নং

২৫.৩৯.০০০০.০৯৮.৩২.৯৬২.১৯-১০৯ তারিখ ১৫-২-২০২৩ খ্রি: মাধ্যমে তার ফ্ল্যাটটি নাকি অনিয়মিতভাবে নির্মিত এ বিষয় উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। মার্লিন-৩ ভবনটির অনিয়মিত অংশ তিনবার নোটিশ ও চুড়ান্ত নোটিশ জারি করার পর এবং একাধিক লিখিত অভিযোগ থাকা সত্যেও উচ্ছদ করা হচ্ছে না।

অথচ উল্টো অভিযোগকারীকেই রাজউক হঠাৎ নতুন করে নোটিশ জারি করছে। প্রশ্ন ওঠছে অভিযোগকারী হোসনে আরা মুন্নির ফ্ল্যাট অনিয়ম করে নির্মিত হয়েছে তা এতদিন পর রাজউকের মনে পড়লো? মারলেন-৩ ভবনটির আলোচিত অনিয়মিত ফ্ল্যাটের কারণে ক্ষতিগ্রস্ত ও সংক্ষুদ্ধরা অপরাধ বিচিত্রাকে বলছেন রাজউক মহাখালী আঞ্চলিক কার্যালয় জোন-৩ এর পরিচালক তাজিনা সরোয়ারকে ম্যানেজ করার কারণে মারলেন-৩ ভবনটির অনিয়ম অংশ উচ্ছেদ হচ্ছে না বরং অভিযোগকারীকে উল্টো হঠাৎ নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =