তাহারাত তথা পবিত্রতার ফযীলত

0
389

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: যখন কোন মুসলিম অথবা মুমিন বান্দা উযূ করার সময় তার মুখ ধৌত করে তখন উযূর পানির শেষ ফোটাাটি পড়ার সাথে সাথে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায় যা সে তার দুচোখ দিয়ে দেখে ছিল; যখন সে তার দুহাত ধৌত করে তথন ও উযূর পানির শেষ ফোটা পড়ার সাথে সাথে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায় যা সে হস্তদ্বয় দিয়ে ধরেছিল; এমন কি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।

সগীরা গুনাহসমূহ থেকে সে পবিত্র হয়ে যায়। কিন্তু কবীরা গুনাহের ক্ষেত্রে প্রকৃত তওবার প্রয়োজন হয়।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন, এই হাদিসটি হাসান ও সহীহ। এই রিওয়াতটি হল মালিক-সুহাইল-সুহাইলের পিতা- হযরত আবূ হোরায়রা (রা:) সূত্রে বর্ণিত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × four =